আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক জলবায়ু রক্ষায় হাইড্রোফ্লোরোকার্বন (এইচএফসি) গ্যাস কমিয়ে আনতে সম্মত হয়েছে ১৫০টি দেশ।
শুক্রবার রুয়ান্ডায় জলবায়ুবিষয়ক এক সম্মেলনে দেশগুলোর প্রতিনিধিরা এ বিষয়ে একটি চুক্তি করতে রাজি হয়েছেন।
এইচএফসি গ্যাস মূলত রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনারে ব্যবহৃত হয়। এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। তাই একে গ্রিনহাউস গ্যাসও বলা হয়।
চুক্তি অনুসারে, দরিদ্র দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলো রাসায়নিক উপাদান ব্যবহার দ্রুত কমিয়ে আনার ব্যাপারে সম্মত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘এইচএফসি গ্যাস আমাদের জলবায়ুর জন্য বিপজ্জনক।’