উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ২০২০ ফলাফলে সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিনগুণ। সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন। গতবছর এই সংখ্যা ছিলে এক হাজার ৯৪ জন।
ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ৩ হাজার ১৪৮টি। শিক্ষা বোর্ডের আওতাধীন ৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এ জেলায় ২ হাজার ৪২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া হবিগঞ্জ জেলায় ৫৩২, মৌলভীবাজারে ৬৯৭ ও সুনামগঞ্জ জেলায় ১৯৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দেখা গেছে, বিজ্ঞান বিভাগের ৩ হাজার ৭৫৮ জন, মানবিকে ২৭১ জন ও ব্যবসা শিক্ষা বিভাগের ২১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শীর্ষ ফলাফল অর্জনকারীদের মধ্যে ছেলে মেয়ের সংখ্যা প্রায় সমান সমান। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২ হাজার ১৩৩ জন ও মেয়ে ২ হাজার ১০৯ জন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রকাশ হয় এইচএসসি ও সমমানের ফল।
অটোপাসের কারণে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে গতবছর এই বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাস করেছিলো ৬৭.০৫ শতাংশ শিক্ষার্থী।