আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মধ্যে একজন শিক্ষার্থী কৈলাশ চন্দ্র রায়।গত ২৩ জুলাই প্রকাশিত এইচএসসি পরীক্ষায় কালীগঞ্জ থানার মধ্যে জিপিএ-৫ পেয়েও হতাশায় ভুগছে কৈলাশ চন্দ্র রায়।দিনমজুর বাবা আর অন্যের বাড়িতে কাজ করা মা যে তাকে আর পড়াতে পারবে না এই ভাবনায় হতাশায় ডুবিয়ে রেখেছে কৈলাশকে। এজন্যই তো সে বলছে, সামনে যে আমার কপালে কী আছে তা ভগবানেই জানে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়াল ইউনিয়নের মালগাড়া গ্রামের বামনটারী এলাকার দিনমজুর সুবাশ চন্দ্র রায়ের ছেলে কৈলাশ । ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় শামসুদ্দিন কমরদ্দিন কলেজ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে উপজেলার মধ্যে জিপিএ-৫ পেয়েছে সে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া এই মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে কলেজে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।একটি টিনের ছাপরা ঘরে কৈলাশের বসবাস। দুটি চৌকি ও হাড়ি পাতিল ছাড়া ঘরের মধ্যে তেমন কিছুই নেই। ঘরের বেড়া দেয়া রয়েছে জং পরা টিন দিয়ে। বইপত্র সাজানো রয়েছে চৌকির ওপর। আর সেই ঘরের এক কোনে বসেই এতদিন পড়াশুনা করেছে সে।জানা গেছে,কৈলাশের দিনমজুর বাবা বয়সের ভারে ও শারীরিক অসুস্থতার কারণে এখন আর কাজকর্ম করতে পারেন না। দুই ভাই-বোনের মধ্যে সে বড়।ছোট বোন নবম শ্রেণিতে পড়াশুনা করছে।মা কৌশলা রানী অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালায়। ওই কাজের উপর নির্ভর করেই চলছে তাদের চার সদস্যের সংসার।কৈলাশের মা কৌশলা রানী বলেন, আমাগো ছেলে কলেজ পরীক্ষায় ভালো নাম্বার পাইছে। বাবা আমরাতো অতো লেহা পড়া না। আমরা তো তারে লেহাপড়া করামু হেই সামর্থ নাই। অতদিন কলেজের স্যারেরা সাহায্য করছে পোলাডা লেহাপড়া করছে। এ্যাহন বিশ্ববিদ্যালয় ভর্তি। এরপরে বই কিনতে টাকা আরও কতো কিছু আছে। কী দিয়া কি যে করমু ভাইবা পাইনা।কৈলাশ জানায়, আমার খুবই স্বপ্ন ছিল পড়াশুনা করে ডাক্তার হবো। সেটা বুঝি সম্ভব না। সামনের দিনগুলোতে আমার কপালে কী যে আছে তা ভগবানেই জানে।শামসুদ্দিন কমরদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন,কৈলাশ চন্দ্র রায় দরিদ্র পরিবারে জন্ম নিলেও সে অত্যন্ত মেধাবী। আমাদের কলেজের কর্তৃপক্ষ তার কাছ থেকে কোনো টাকা নেয়নি ও সম্পূর্ণ ফ্রি লেখাপড়া করেছে। ওর পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে ভবিষ্যতে সে আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।


