
নিজস্ব প্রতিবেদক : এসএসসির পর এবছর এইচএসসি পরীক্ষাতেও সব থেকে খারাপ ফল করেছে কুমিল্লা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে এবার পাসের হার সব থেকে কম। পাস করেছে ৪৯ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬৭৮ জন।
এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৭২ জন। পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী। এ ছাড়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। ইংরেজিতে ফেল করেছে ৩৮ শতাংশ শিক্ষার্থী।
বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৭২.৭২ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩৮.৩১ শতাংশ ও বাণিজ্য বিভাগ থেকে ৪৯.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
২০১৬ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ফল কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ।
চলতি বছর এসএসসি পরীক্ষাতেও কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল সব থেকে খারাপ ছিল। এসএসসিতে এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ০৩।