
নিজস্ব প্রতিবেদক : র্যাব জানায়, এই যুবকের নাম এহেসান কবীর এবং সে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। শুক্রবার দুপুরে র্যাব সদর দপ্তর এক মুঠোফোন বার্তায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে কবীরকে গ্রেপ্তার করা হয়। এই যুবক গতবছর এইচএসসি পরীক্ষার সময় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিল। এবার সে এইচএসসি পরীক্ষায় হোয়াটস অ্যাপ মধ্যমে ভুয়া প্রশ্নপত্র দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। তাকে শাহজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।