এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ডিএমপি এর

নিজস্ব প্রতিবেদক : শনিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে আছাদুজ্জামান মিয়া বলেছেন, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্য পরীক্ষার্থী ছাড়া জনসাধারণ প্রবশ করতে পারবে না।

কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার প্রয়োজনীয়তা উপলব্দি করে ডিএমপি থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের এইচএসসি, ডিপ্লোমা ইন বিজনস স্টাডিজ, এইচএসসি (ভোকশনাল), এইচএসসি, ডিপ্লামা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে।