এই জেনারেশনের সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী কঙ্গনা: সামান্থা

সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনার আসন্ন ছবি ‘থালাইভি’র ট্রেলার। যা দেখে মুগ্ধ সামান্থা।

কঙ্গনা সম্পর্কে টুইট করে সামান্থা লেখেন, ‘দারুণ হয়েছে থালাইভির ট্রেলার। কঙ্গনা রানাওয়াত তুমি এই প্রজন্মের সব থেকে সাহসী এবং নির্বিচারে সব থেকে প্রতিভাবান অভিনেত্রী। বিজয় স্যার রোমহর্ষক অনুভূতি। থিয়েটারে কি ম্যাজিক দেখব, তাঁর জন্য অপেক্ষায় রয়েছি’।

শুধুমাত্র সামান্থাই নয়, অভিনেত্রী জুহি চ্যাওলাকেও কঙ্গনার প্রশংসা করে টুইট করেন, ‘কঙ্গনা তুমি একজন দারুণ অভিনেত্রী… পাগলকরা, নির্ভীক, উদ্বিগ্ন, প্রতিভাবান মেয়ে!!!!! অনেক অনেক অভিনন্দন!!! তুমি তোমার সীমাহীন সৃজনশীল সম্ভাবনার ইতিবাচক দিকটি ব্যবহার করতে জানো !!! শুভ জন্মদিন’।

২৩ মার্চ (মঙ্গলবার) কঙ্গনার জন্মদিনে মুক্তি পায় ‘থালাইভি’র ট্রেলার। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বর্ণময় জীবন কাহিনিকে পর্দায় তুলে ধরতে দেখা যাবে কঙ্গনাকে। তাঁর অভিনয় জীবনের পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবনের গল্পও উঠে আসবে ঐ ছবিতে।