
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই বিজয়ী হবেন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এই দেশ আর কোনোদিন একাত্তরের ঘাতক দ্বারা শাসিত হবে না। এটা করতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এবং জনগণের বাংলাদেশ।
সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচন সামনে আসছে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এর কোনো বিকল্প নেই, বিকল্প হবে না। নির্বাচনে জনগণ ভোট দেবে। যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। কে নির্বাচনে আসবে, কে আসবে না। এটা তার ব্যাপার, জনগণের কোনো ব্যাপার নয়। দেশেরও কোনো ব্যাপার নয়।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে দাবি করেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, তার নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করে কৃষক, শ্রমিক ও বাংলার জনগণকে বাঁচিয়েছি। গ্রামে-গঞ্জে কৃষকের কাছে সার পৌঁছে দিয়েছি, স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি। চ্যালেঞ্জ গ্রহণ করে পদ্মা সেতুর কাজ গ্রহণ করেছেন, জঙ্গি দমন করেছেন।
‘ইনশাল্লাহ আগামী নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী হবে। এর কোনো বিকল্প নাই, বিকল্প হতে পারে না। এই দেশ আর কোনোদিনও রাজাকারের দ্বারা শাসিত হবে না। একাত্তরের ঘাতকের দ্বারা শাসিত হবে না। এটা করতে দেওয়া হবে না। আগামী বাংলাদেশে আবার হবে, আওয়ামী লীগের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে। জনগণের বাংলাদেশ’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সম্পাদক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুমার দে।