একজন বহুমুখি প্রতিভাবান ব্যাক্তি মোহাম্মদ আনোয়ার হোসেন

বহুমুখী প্রতিভার অধিকারী মোহাম্মদ আনোয়ার হোসেন একাধারে একজন অভিনেতা, নাট্য প্রযোজক, দক্ষ শিক্ষক, শিক্ষক নেতা, প্রধান পরীক্ষক (ফিন্যান্স ব্যাংকিং) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। পাশাপাশি তিনি একজন গণমাধ্যম কর্মি হিসেবে ক্রাইম পেট্রোল বিডি ডট কম এর শিক্ষা বিষয়ক প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এবার তার প্রতিভার সাথে যোগ হতে যাচ্ছে নাট্যকার নামটি। দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার বিনোদন প্রতিনিধির সাথে কথা হল এই অলরাউন্ডারের। একজন শিক্ষক হয়েও তিনি কিভাবে এতগুলো কাজ দক্ষতার সাথে করেন? এর উত্তরে এই অলরাউন্ডার তার প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক কামরুন নাহার মাহমুদ সহ সকল শিক্ষকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এরা সবাই সংস্কৃতিমনা মানুষ। তাদের সকলের সহযোগিতা ও উৎসাহের ফলশ্রুতিতে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি।

তিনি জানান, আমার লেখা নাটক ‘ওরে আমার ওরে রে’ একটি চমৎকার হাসির নাটক, তবে নাটকটির মধ্যে একটি শিক্ষনীয় ম্যাসেজ হল ত্রিপল নাইন (৯৯৯) সম্পর্কে দর্শক জানতে পারবে। নাটকটি প্রচারিত হবে ১১ই এপ্রিল রবিবার রাত ৮টায় চ্যানেল নাইনে।
Meghna Electronics নিবেদিত, বিশেষ কাহিনী চিত্র- ‘ওরে আমার ওরে রে’, রচনা- মোঃ আনোয়ার হোসেন, সিনেমাটোগ্রাফার- মুস্তাকিম অনিক, সম্পাদনা, কালার ও টাইটেল- এম আই মনির। প্রধান সহকারি পরিচালক- মো: বাবু। সহযোগী পরিচালক- রনি খান। পরিচালনা- কাজী সাইফ আহমেদ। প্রযোজনা- মোঃ আনোয়ার হোসেন। কৃতজ্ঞতায়ঃ মোঃ রাকিব তালুকদার পিন্টু । নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে ম্যাক্স ভ্যালি রিসোর্ট, ভবানীপুর, গাজীপুর।

যারা অভিনয় করেছেন- প্রাণ রয়, চিত্রনায়িকা- মৌমিতা মৌ, হায়দার আলী, নীলা ইসলাম, আলাউদ্দিন লাল, উত্তম অধিকারী, আয়াত ইসলাম, আরোহী মীম, আনোয়ার হোসেন, হোসনূর আলম, আসিক, মারুফ সহ আরো অনেকে।


তার সাক্ষাতকারে আরও জানা গেছে, ভবিষ্যতে তার লেখা কিছু একক নাটক, টেলিফ্লিম এবং মেগাসিরিয়াল করার চিন্তাভাবনা এই অলরাউন্ডারের রয়েছে। তিনি সকলের নিকট দোয়া চেয়ে সবাইকেই এই চমৎকার হাসির ও শিক্ষামূলক একক নাটকটি দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন।