একজন ভালো বন্ধু হারিয়ে শোকাহত চীন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে শোকে মুহ্যমান গোটা বিশ্ব। বিভিন্ন দেশের পক্ষ থেকে শোকবার্তা পাঠিয়েছেন বিশ্বনেতারা। চীনও এর ব্যতিক্রম করেনি।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাইসি ও আমিরআবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক জানিয়ে ইরানের প্রতি সমবেদনা বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর আল-জাজিরার

মন্ত্রণালয় জানায়, শি বলেন, রাইসি ইরানের শান্তি ও স্থিতিশীলতায় ব্যাপক অবদান রেখেছেন এবং চীন-ইরান কৌশলগত অংশীদারিত্ব সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

চীন জানায়, তার দুর্ভাগ্যজনক মৃত্যু ইরানি জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীন একজন ভালো বন্ধুকে হারাল। চীন সরকার ও চীনের জনগণ এই দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে লালন করে। চীন এই অংশীদারিত্ব আরও গভীর ও বিকাশ অব্যাহত রাখবে। চীন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানকে প্রয়োজনীয় সব উপায়ে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে রাইসির এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। রাইসির জন্য প্রার্থনা করে তিনি বলেছেন, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও মরহুমের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তাদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।