
সালমান খানের সঙ্গে বরুণের আলাপ অনেক ছোট থেকেই। বরুণের বাবা ডেভিড ধাওয়ানের বহু ছবিতে অভিনয় করেছেন সালমান খান।
এদিকে বরুণ ধাওয়ানের প্রথম ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার যা প্রকাশ পায় ২০১২ সালে। এই ছবি জন্য যখন অডিশন দিতে যাচ্ছিলেন বরুণ ধাওয়ান তখন বাইরে দেখা হয় সালমান খানের সঙ্গে।
সালমানকে দেখা মাত্রই বরুণ সালমানকে কাকু বলে সম্বধন করেন। যেহেতু ছোটো থেকে আঙ্কেল বলেই অভ্যস্ত বরুণ।
কিন্তু এতে মুহূর্তে চটে যান সলমন খান। বলেন সলমন ভাই বলো। নয়তো একটা চড় মারব, কার ছেলে তাও ভাবব না।
বলিউডে ভাইজান কথায় কথায় মাথায় গরম করে ফেলেন। তা আরও একবার স্পষ্ট হয়ে গেল বরুণে উক্তিতে। তিন খানের মধ্যে সলমন খান হলেন এক কথায় বলিউড পাড়ার ভাই। আর সকলেই তাকে এই চোখে দেখুক সেই ইচ্ছেই প্রকাশ করেন তিনি।