একটি ফুটবল স্টেডিয়ামের কাছে দুটি বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের কেন্দ্রে একটি ফুটবল স্টেডিয়ামের কাছে দুটি বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন।

শনিবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬৬ জন। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলেন, পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গাড়ি বোমা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দর্শকরা বেসিকতাস স্টেডিয়াম ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পরে এই হামলা হয়। হামলার পর সেখানে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত এক বছরে তুরস্কের বেশ কয়েকটি বড় শহরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কুর্দি জঙ্গিরা ও আইএস এসব হামলা চালিয়েছে।

তবে শনিবারের হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

তথ্যসূত্র : বিবিসি