
নিজস্ব প্রতিবেদক : দারুস সালাম থানার দক্ষিণ বিশিলের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরা হলেন- মোতাহার হোসেন (৪০) ও তার স্ত্রী শিউলি বেগম (৩৫)। পারিবারিক কলহে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘শনিবার সন্ধ্যার দিকে দক্ষিণ বিশিল এলাকার রোড-১০, হাউজ-১২৩/বি, ছয়তলা বাসার নিচ তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো। পারিবারিক বিরোধের জের ধরে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’
হাসপাতাল থেকে জানা গেছে, মোতাহার হোসেন পেশায় কাঁচমাল ব্যবসায়ী ছিলেন। গ্রামের বাড়ি নেত্রকোনায়। নিহত দম্পতির পাঁচ বছরের শিশু সন্তান রয়েছে।