একটি বাহুবলি’র মতো সিনেমা ১০০ সিনেমার সমান

বিনোদন ডেস্ক : বাহুবলি : দ্য বিগিনিং সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পান অভিনেতা প্রভাস। এ তারকা মনে করেন, একটি বাহুবলি’র মতো সিনেমা ১০০ সিনেমার সমান।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার সাফল্যের পর থেকেই বলিউড পরিচালকদের কাছ থেকে সিনেমার প্রস্তাব পাচ্ছেন প্রভাস। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি কয়েকটি ভালো বলিউড সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু দুইটি তেলেগু প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। এ কারণেই সিনেমাগুলো আমি করতে পারছি না।’

তবে ভবিষ্যতে বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হতে কোনো আপত্তি নেই তার। একই সঙ্গে এ নিয়ে কোনো তাড়াও নেই প্রভাসের। তিনি বলেন, ‘আমি যখন পর্যাপ্ত সময় পাবো তখনই হিন্দি সিনেমায় অভিনয় করব।’

দীর্ঘ সময় ধরে বাহুবলি সিনেমার জন্য নিজেকে তৈরি করছেন প্রভাস। এ সিনেমার জন্য অনেক বড় বড় প্রজেক্টও হাতছাড়া করতে হয়েছে তাকে। কিন্তু এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, ‘এক বাহুবলি ১০০ সিনেমার সমান।’

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার সুঠাম দেহে দেখা যাবে প্রভাসকে। তার এই শরীরী গঠনের রহস্য জানিয়ে এ অভিনেতা বলেন, ‘ শারীরিক কসরতের সময় আমার পুষ্টি পূরণের জন্য ২০টি করে ডিমের সাদা অংশ খেয়েছি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার ফার্স্ট লুক। দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলেছে এটি। জানা গেছে, অক্টোবরের মধ্যেই সিনেমার শুটিং শেষ করবেন নির্মাতা। এরপর শুরু হবে ভিএফএক্স’র কাজ।

২০১৭ সালের ২৮ এপ্রিল, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় অভিনয় করছেন, প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠি, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে।