জ্যেষ্ঠ প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি পরবর্তী নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিলের যে আশঙ্কা রয়েছে, সেটি আমলে নিচ্ছেন না দলটির নেতা রুহুল কবির রিজভী।
নির্বাচনকালে কেবল নিরপেক্ষ সরকার হলেই বিএনপি অংশ নেবে জানিয়ে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রতি জনগণের ইচ্ছা-অনিচ্ছাটাই বড় রেজিস্ট্রেশন (নিবন্ধন)।’
শনিবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘লিডারশিপ ওয়ার্কশপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনে অংশ না নিলে ‘বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আপনি বলেছেন, বিএনপি যদি না আসে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। রেজিস্ট্রেশন কী? আপনারা যখন ’৭৯ সালে, ’৮৬ সালে নির্বাচনে গিয়েছিলেন, কোন রেজিস্ট্রেশনের ওপরে নির্বাচনে গিয়েছিলেন?’
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এই দেশটি ছোট হলেও সাড়ে ১৬ কোটি মানুষকে আপনি রেজিস্ট্রেশনের ফিতায় বাঁধবেন, সেই সুখ-স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।’
তৎকালীন এক-এগারের সরকার ‘ষড়যন্ত্রের অংশ’ হিসেবে নিবন্ধন প্রক্রিয়া চালু করেছিলেন দাবি করে তিনি বলেন, ‘তাদের কাছে তাদের প্রভুরা যেভাবে বলেছেন, বিএনপিকে এমনভাবে বাঁধো তারা যাতে তাদের পাতানো নির্বাচনে, প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করতে থাকে।’
৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না জানিয়ে রিজভী বলেন, ‘আর আপনারা (আওয়ামী লীগ) যতই ভয় দেখান না কেন, বাংলাদেশের মাটিতে যুবলীগ-ছাত্রলীগকে দিয়ে প্রশাসনের মধ্যে লোক ঢুকিয়ে ওই নির্বাচন করার পুনরাবৃত্তি সম্ভব হবে না।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির আবদুস সালাম আজাদ, যুবদলের নুরুল ইসলাম নয়ন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।