একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষের যৌথ প্রচেষ্টার দরকার

নিজস্ব প্রতিবেদক : সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষের মানসিকতার পরিবর্তন করতে হবে জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশকে বিশ্বে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষের যৌথ প্রচেষ্টার দরকার।

সোমবার রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুল হামিদ বলেন, নারীর কারণে সমাজে অনেক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। তবে তাদের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। এ কারণে আমাদের পুরুষদের মানসিকতার পরিবর্তন দরকার।

তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা বিস্তারে এবং তাদের ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ভূমিকার জন্য জাতিসংঘ তাকে প্লানেট প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করেছে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষিতা মা একটি ভাল সমাজ গড়তে পারে। একটি জাতি নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের শিখরে পৌঁছুতে পারে।

রাষ্ট্রপতি পরে কলেজ শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর কবির নানক। এছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।