একটি সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা এক তরুণীর ৮ টুকরো করা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ওসমানীনগর উপজেলার কাগজপুর এলাকায় একটি সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা এক তরুণীর ৮ টুকরো করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

দুটি বড় আকারের কাগজের কার্টনে টুকরো করা লাশটি ভরা ছিল। বুধবার বেলা আড়াইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে কাগজপুর এলাকায় একটি সেতুর নিচে দুটি কাগজের কার্টন দেখতে পান স্থানীয় জনতা। কার্টনের ভেতর থেকে বের হওয়া খণ্ডিত হাত দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কার্টন থেকে ৮ টুকরো করা লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।

ওসামানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপজেলার বাইরে কোথাও অজ্ঞাত এই তরুণীকে হত্যা করে লাশ ৮ টুকরো করা হয়। পরে কাগজের কার্টনে ভরে লাশ সেতুর নিচে ফেলে দেওয়া হয়।