
নিজস্ব প্রতিবেদক : একটি হাসি গোটা দেশকে অস্থিতিশীল করে তুলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের পর সাংবাদিকদের সামনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সেই হাসির কারণে গোটা দেশ এখন অস্থিতিশীল হয়ে উঠেছে। তারা আজ মানুষ মরলে হাসে। তাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। কোমলমতি শিশুরা রাজনীতি বোঝে না। তারা বাচঁতে চায়। তারপরও তাদের ওপর ছাত্রলীগ যেভাবে হামলা করল, তা দুঃখজনক।
তিনি আরো বলেন, পরিবহন শ্রমিকদের কাছে আজ আমরা জিম্মি। বাস চলুক আর না চলুক, সরকারকে অনুরোধ করব, তাদের সাথে কোনো আপোশ নয়। আইন সবাইকে মানতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘রাজনীতিবিদদের এখন কোনো সম্মান নেই, ঘৃণার চোখে দেখে। সেজন্য নিজেকে সৈনিক পরিচয় দেই। আমার মতো নির্যাতিত রাজনীতিবিদ আর দেখিনি। আমি ক্ষমতায় থেকে একদিনের জন্যও শান্তিতে দেশ চালাতে পারিনি। ৩৬৮ দিন হরতাল দেওয়া হয়েছে। এখনও শান্তিতে ঘুমাতে পারি না। মামলায় জর্জরিত। আমি কী এমন খারাপ কাজ করেছি, কী অন্যায় করেছি যে আমাকে এত অত্যাচার সইতে হবে?’
প্রাক্তন এই রাষ্ট্রপতি বলেন, ‘সামনে নির্বাচন। এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই। গত কয়েক বছর অনেক বঞ্চনার শিকার হয়েছি। আর হতে চাই না। ভেবেচিন্তেই সঠিক সিদ্ধান্ত নেব। আমি রাস্তায় বেরুলেই দেখি ফুটপাতে মানুষ শুয়ে আছে। খাবার নেই, চাকরি নেই। কেউ দেখে না। আর এটাই হচ্ছে আমাদের উন্নয়নের মহাসড়ক।’
আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাসেত মজুমদার, ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।