ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার আরো দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ নিয়ে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ সফিউল্লাহর আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত সূত্রের বরাত দিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ জানান, মামলার ৪৬ আসামিকে দুপুরে আদালতে হাজির করা হয়। এ দিন ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া কাজী বাড়ির কাজী মো. আব্দুল হক ও উত্তর কাশিমপুরের জিয়াউদ্দিন সাক্ষ্য দেন।
আব্দুল হক হত্যাস্থান একাডেমি এলাকার দোকানি ও জিয়াউদ্দিন নিহত একরামের গাড়ির পেছনের গাড়ির আরোহী ছিলেন।
সাক্ষীকে জেরা করেন আইনজীবী আব্দুল মান্নান, মেজবাহউদ্দিন খাঁন, কামরুল হাসান ও আহসান কবীর বেঙ্গল। আদালত আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।
২০১৪ সালের ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে। মামলার ৫৬ আসামির মধ্যে ৪৬ জনকে গ্রেপ্তার করে র্যা্ব ও পুলিশ।