
চলতি বছরের ফেব্রুয়ারিতে গুঞ্জন উঠে দক্ষিণের পরিচালক শঙ্করের একটি সিনেমায় কাজ করবেন বলিউডের জনপ্রিয় মুখ রণবীর সিং। এর আগে থেকেই অবশ্য দক্ষিণের সিনেমা পরিচালকদের সঙ্গে সিনেমা করতে চাওয়ার কথা জানিয়ে আসছিলেন রণবীর।
সম্প্রতি জানা যায়, দীর্ঘ দিন থেকেই শঙ্করের সঙ্গে কথা হয়ে আসছিল রণবীরের। এবার নতুন সিনেমার সম্মতি মিলেছে। শিরোনাম ঠিক না হওয়া রোমান্স ঘরনার এই সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় মুখ কিয়ারা আদভানি।
গড নেওয়াজের কবির সিংয়ের পর বলিউডে বেশ দারুণ অবস্থান করে নিয়েছেন কিয়ারা। বর্তমানে কিয়ারার হাতে বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজের কাজ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য শেরশাহ, যুগ যুগ জিও এবং ভুল ভুলাইয়া টু।
এবার তিনি জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংয়ের সঙ্গে। শিগগিরই এই সিনেমার কাজ শুরু হবে বলে যানা গেছে।