একসাথে জুটি বাঁধছেন রোশান-শিবা

সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে ‘জামদানি’ সিনেমা। এতে চিত্রনায়ক রোশানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন শিবা আলী খান। সিনেমাটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রাসেল।

রোশান বলেন, সিনেমাটিতে গত মঙ্গলবার চুক্তিবদ্ধ হয়েছি, এটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। আশা করছি চমৎকার একটি কাজ উপহার দিতে পারব।

তিনি আরো জানান, একজন গ্রামের ছেলের স্বপ্ন ও বিশ্ববাজারে জামদানির বিস্তারই এ সিনেমার উপজীব্য। এখানে রোশান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।

এছাড়া চলতি মাসের শেষে সিনেমার শুটিং শুরু হবে। বাংলাদেশ বিভিন্ন জামদানি পল্লী এবং জামদানি ইতিহাস গবেষণা করে নাট্যাভিনেতা আবুল কালাম আজাদ এক বছর ধরে সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন বলে জানান রোশান।