একসাথে দুই ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে :
মেহেদী হাসান মিরাজ যখন টেস্ট ক্যাপ পেয়েছিলেন তখন তার বয়স মাত্র ১৮ বছর ৩৬১ দিন। এখন ১৯ বছর ৫ দিন। অর্থ্যাৎ আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন মাত্র ১০ দিন। আর ১০ দিনেই প্রায় অসম্ভব কাজগুলো চোখের পলকে করে দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে মিরাজ বাংলাদেশকে একাই জিতিয়েছেন। পুরস্কার হিসেবে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার। এখানেও একটি ইতিহাস গড়েছেন তরুণ তুর্কী। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক সিরিজে সিরিজ সেরা হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন মিরাজ। পাশাপাশি ঢাকা টেস্টে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ডানহাতি এ স্পিনার।
অভিষেক সিরিজে এমন কৃর্তি বাংলাদেশের কোনো ক্রিকেটারেরই নেই।

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৫টি সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। এছাড়া ১টি করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন মুমিনুল হক, তামিম ইকবাল, এনামুল হক জুনিয়র, জাভেদ ওমর বেলিম ও রবিউল ইসলাম।