একসাথে ৩ সন্তানের জন্ম দিলেন টঙ্গীর এক গৃহবধুর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পাগাড় এলাকার এক গৃহবধু একসাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার বিকেলে উত্তরার একটি হাসপাতালে এক সাথে ৩ সন্তানের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চা ল্যের সৃষ্টি হয়েছে।

নবজাকদের নানা সিরাজুল ইসলাম জানান, তার বাড়ি টঙ্গীর কলেজ গেট এলাকায়। এক ছেলে ও ২ মেয়ের মধ্যে শারমিন সুলতানা সানজানা (২২) সবার ছোট। প্রায় সাড়ে ৩ বছর পূর্বে পারিবারিক ভাবে স্থানীয় পাগাড় হাজী মার্কেট এলাকার হাজী বাড়ির জনৈক মনির মিয়ার ছেলে আতিকুর রহমান রায়হানের সাথে তার বিয়ে হয়। সানজানা ও রায়হানের দাম্পত্য জীবনে এটাই তাদের প্রথম সন্তান। সন্তান প্রসবের লক্ষন দেখা দিলে রোববার বিকেলে সানজানাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার বিকেল ৪ টার দিকে ওই হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে এক সাথে ৩ জন ছেলে সন্তান দুনিয়ার আলোর মুখ দেখে।

সিজারিয়ানের মাধ্যমে জন্ম হলেও ৩ সন্তানের সবাই এবং তাদের মা সুস্থ আছেন। এক সঙ্গে ৩ নাতি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তাদের নানা সিরাজুল ইসলাম আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানান।
তাদের বাবা আতিকুর রহমান রায়হান জানান, বিবাহের পর থেকে দাম্পত্য জীবনে তারা সুখে-শান্তিতে রয়েছেন। সন্তান প্রসবের সময় হলে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার স্ত্রী এক সাথে ৩ সন্তানের জন্ম দিয়ে তাদের সুখী জীবনে সুখের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তার মা-বাবাসহ শশুর বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজন সবাই এ খবরে খুবই খুশী। বিশেষ করে একসাথে তিন সন্তানের বাবা হতে পরে আনন্দিত ও গর্ববোধ করছেন তিনি। এসময় আল্লাহর অসীম মহিমার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি আরও জানান, সন্তান জন্মের পর আল্লাহুর রহমতে তার স্ত্রী ও ৩ সন্তান সকলেই ভালো আছে। তারা যেন সব সময় ভালো থাকে এজন্য সকলের নিকট দোয়া চান তিনি।