
নিজস্ব প্রতিবেদক : এসব আবেদনের ফল প্রকাশের সময়সীমা আগামী ১৭ জুলাই নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন ও প্রতিষ্ঠানে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ মে থেকে অনলাইন ও এসএমএসে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। প্রায় ২৫ দিন পর ৫ জুন প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়। পরে সময় বাড়িয়ে তিন দফায় আবেদন নেওয়া হয়। ভর্তি শুরু হয় ২০ জুন থেকে, যা শেষ হয় ২৯ জুন। এরপর আবার ৪ জুলাই পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়। এখন পরবর্তী ধাপে আবার ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়।
চলতি মাসের ১ তারিখ থেকে এইচএসসি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হলেও ভর্তির বাইরে রয়ে গেছে দুই লাখের বেশি শিক্ষার্থী। ভর্তি বঞ্চিত এসব শিক্ষার্থীদের নতুনভাবে আবেদনের সময় আবারও বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, যারা আবেদন করে চান্স পেয়েও ভর্তি হয়নি তারা সংশ্লিষ্ট কলেজে আগামী ৯ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে ভর্তি হতে পারবে। তা ছাড়া আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের প্রাথমিক নিশ্চায়ন ফি (১৮৫ টাকা) জমাদান এবং ভর্তির চূড়ান্ত নিশ্চায়নের সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ সময়ের মধ্যে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করতে পারবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ সময়ের মধ্যে চূড়ান্ত নিশ্চায়ন করবে না সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে।
শিক্ষার্থীদের পুনরায় আবেদন করার বিষয়ে বলা হয়েছে, ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত শুধু অনলাইনে নতুন করে ভর্তিচ্ছুদের আবেদন গ্রহণ করা হবে। সেখানে কমপক্ষে ৭ থেকে ১০টি পছন্দের কলেজ থাকতে হবে।
এতে যারা কলেজ পায়নি এমন ২৭ হাজার, জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার শিক্ষার্থীসহ যারা আগে আবেদন করেনি, পছন্দের কলেজ পেয়েও ভর্তি নিশ্চায়ন করেনি ও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করা শিক্ষার্থীরা ১১ জুলাই পুনরায় নতুন করে আবেদন করতে পারবে। যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি তাদের জন্য শুধু আবেদন ফি (১৫০ টাকা) প্রযোজ্য হবে।