
নিজস্ব প্রতিবেদক : সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক একাডেমি আয়োজিত বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক মানববন্ধনে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে রাজনৈতিক আলোচনার মাধ্যমে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া একাদশ নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলাদেশে কোনো নির্বাচনও হবে না। তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে রাজনৈতিক আলোচনার মাধ্যমে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে হবে।
জয়নুল আবদিন ফারুক বলেন, ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে আজ পর্যন্ত বেগম খালেদা জিয়া জেলে। তার এই কাল্পনিক মামলায় অবিলম্বে তার মুক্তির দাবিতে দেশবাসী খুবই উদ্বিগ্ন; কবে, কখন তিনি মুক্তি পাবেন।
বিএনপির এই নেতা বলেন, সরকার গত ১০ বছরে হামলা, মামলা, গুম, খুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শেষ করার চেষ্টা চালাচ্ছে। উদ্দেশ্য একটাই বিএনপি ও বেগম খালেদা জিয়া যেন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে।
সরকারের মন্ত্রীরা বলা শুরু করেছেন বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তারা বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মত আরেকটা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে।
আজকে জনগণের মনে কতগুলো প্রশ্ন উঠেছে মন্তব্য করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া কী বন্দি থাকবে? দেশেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে? দেশে কী সবার অংশগ্রহণে একটি নির্বাচন হবে?
তিনি বলেন, জনগণ জানতে চায় ১৩ বছরের সাজা পেয়ে মন্ত্রী পতাকা নিয়ে ঘুরে বেড়ায়, সাজা মাথায় নিয়ে মন্ত্রীত্ব থাকতে পারে। ফেনীর একজন সংসদ সদস্য সাজা কমিয়ে যদি এমপি থাকতে পারেন, তাহলে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়ার জামিন হওয়ার পরও তিনি কেন কারাগার থেকে মুক্তি পান না? তার কারণ একটাই সেটা হলো বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা। দেশে সুষ্ঠু ভোট হলে বিএনপি ২৫০টিরও অধিক ভোট পাবে বলে সরকার সেটা বুঝতে পেরেছে। সে কারণেই বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রাখা হয়েছে।
সরকারকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনারা যদি এতই উন্নয়ন করে, সরকারের যদি এতই জনপ্রিয়তা। তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে একটা নির্বাচনের ব্যবস্থা করা যায় তাহলে আপনাদের এত ভয় কিসের। ভয়ের কারণ হলো বেগম খালেদা জিয়া।
বিএনপি নির্বাচনমুখী দল দাবি করে তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। আর তাই গাজীপুর ও খুলনাতে মনোনয়ন দিয়েছি। তবে বেগম খালেদা জিয়াবিহীন, খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন এদেশের মানুষ কখনও মেনে নেবে না।
দেশে অতীতেও আওয়ামী লীগের সময় গণতন্ত্র ছিল না এখনও নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন করে সরকার চালালেও আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু দেশের মানুষ তা ভালোভাবেই জানে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি পলাশ মন্ডলের সভাপতিত্ব এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসন, শিক্ষক নেতা জাকির হোসেন, সেলিম মিয়া প্রমুখ।