বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব একাধিক মামলার আসামি হওয়ার পরেও তিনি ধরাছোঁয়ার বাহিরে। বিয়ানীবাজার এলাকার কিছু লোক জানান পল্লব বিয়ানীবাজারে অবস্থান করলেও পুলিশ তাকে খুঁজে পাই নাই। ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক চেয়ারম্যান সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়। বিয়ানীবাজার এলাকাবাসী বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে পল্লব চেয়ারম্যানের নির্যাতনের শিকার শত শত লোক। আমরা বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামানের নিকট জানতে চেয়েছিলাম তাকে কেন গ্রেফতার করা হয়নি তিনি তো বিয়ানীবাজারে অবস্থান করতেছেন এমন প্রশ্নে ওসি আমাদেরকে বলেন, পুলিশ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে গ্রেপ্তার করার জন্য তিনি অচিরেই ধরা পড়বেন। নাম না প্রকাশ করার শর্তে জৈনক এক ব্যক্তি বলেন, পল্লব আমার ও প্রতিবেশীর কোটি কোটি টাকার ক্ষতি করেছে ক্ষমতার দাপটে মানুষকে কখনো মানুষ মনে করে নাই আমরা এলাকাবাসী ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছি যে এই জালিম পল্লব থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদের কথা শুনেছেন বর্তমানে পল্লব পালিয়ে বেড়াচ্ছে তাকে পুলিশ খুঁজতেছে। বিয়ানীবাজারে এখন শান্ত পরিবেশ বিরাজ করছে। পল্লব ধারা পড়লে মানুষ খুশি হবে। এলাকাবাসীর সবার দাবি অচিরেই পল্লব’কে গ্রেফতার হউক।