
কখনো কখনো এমন সময় আসে যখন মানুষ একা থাকতে চায় না কিন্তু তাকে একা থাকতে হয়। আর এই একাকিত্ব মানুষকে একদিকে যেমন দুর্বল করে দেয় আবার অন্যদিকে করে তোলে শক্তিশালী। একা থাকার কয়েকটি মজার দিক রয়েছে-
নিজের মতো করে সময় কাটানোআপনি যদি নিজের মতো করে সময় কাটানোর উপায় খুঁজেন তাহলে এ বিষয়টি নিশ্চয়ই স্বীকার করবেন যে, একা থাকাই এ জন্য সবচেয়ে ভালো। আপনি কোন সময় ঘুমালেন আর কোন সময় উঠলেন, এসব বিষয় নিয়ে আপনাকে কেউ বিরক্ত করবে না।
বন্ধুআপনার জীবনে আসল বন্ধু কে তা এই একা থাকার সময়টুকুতে বুঝতে পারবেন। আপনার বন্ধুদের আপনার জীবনে কতটুকু দরকার আর কে কে আপনাকে সত্যিকার অর্থে আপন ভাবে তা কেবল বোঝা যায় এই একা থাকার সময়টাতেই।
ইচ্ছেমতো খরচকোন বিষয়ে আপনি টাকা খরচ করতে চান আর কোন বিষয়ে চান না, এসব বিষয়ে যেন বিবাহিত মানুষের কোনো হাত নেই। তারা নিজের ইচ্ছেমতো খরচ করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু একাকী মানুষের এসব ঝামেলা নেই।
চুলদাড়ি নিয়ে চিন্তা নেইআপনার দেহের চুলদাড়ি ইচ্ছেমতো রাখতে পারবেন, যদি একলা থাকেন। কিন্তু আপনার সঙ্গে কেউ থাকলেই এ ঝামেলা সৃষ্টি হবে।
ইচ্ছেমতো ফ্লাটিংআপনি একা থাকলে চাইলেই কার সাথে ফ্লার্টিং করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন। আর এ বিষয়টি আপনার সঙ্গী না থাকলেই কেবল সম্ভব।