একেক রকম খিদের একেক রকম উপশম

খিদে কার না পায়? কিন্তু জানেন কি সব সময় একই রকম খিদে পায় না? মানেটা বুঝলেন না নিশ্চয়ই? ভাবছেন খিদের আবার রকমফের আছে নাকি? খিদে যখন পায় তখন তো প্রতিবার একই রকম অনুভব হয়। কিন্তু খিদেরও অনেক ভাগ আছে। একেক রকম খিদের একেক রকম উপশম। কোন খিদের কী নিরাময় পদ্ধতি তা জেনে নিন গ্যালারি থেকে।