অর্থনৈতিক প্রতিবেদক : এক্সপ্রেস মানির মাধ্যমে পাঠানো টাকা ৮ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের যে কোন শাখা থেকে গ্রহণ করার ক্ষেত্রে গ্রাহকদের আকর্ষণীয় উপহার দিচ্ছে ব্যাংকটি।
মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপ্রেস মানির যৌথ উদ্যোগে ঈদ-উল-আজহা উপলক্ষে রেমিট্যান্স গ্রাহকদের জন্য স্পেশাল প্রোগ্রামের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ প্রোগ্রামের আওতায় ব্যাংকের মানিকগঞ্জ শাখার গ্রাহক মো: মুকুল হোসেনের হাতে ফ্রিজ তুলে দিয়েছেন ইসলামী ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং-এর প্রধান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুস সাদেক ভূইয়া এবং এক্সপ্রেস মানির বিজনেস ডেভেলপমেন্ট ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ মাইলার।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।