রবিউল ইসলাম ক্রাইমপেট্রোল ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীর বরাশিয়া নদীর পাড়ে একটি রেন্টি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। শুক্রবার গভীর রাতের এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এই ব্যাপারে কাশিয়ানি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. আলিনুর জানান, ফরিদপুর জেলার আলফাডাংগা থানার বারইপাড়া গ্রামের গামেন্টস কর্মী খুকু মনির সাথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বরাসুর গ্রামের কাঠমিস্ত্রি নুর ইসলামের সাথে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। কিন্তু উভয়পক্ষের লোকজন তাদের এ প্রেম মেনে না নেওয়ায় শুক্রবার গভীর রাতের মনের কষ্টে তারা দু-জনে একই রশিতে ঝুলে আত্মহত্যা করে। সূত্রে জানাযায় শনিবার সকালে তাদের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি ও মামলা হয়েছে।


