এক কেজি হেরোইনসহ মেরিনা গ্রেপ্তার

রাজশাহীতে এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুন (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

বুধবার সকালে রাজশাহী রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেরিনা খাতুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবলাবনা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।

 

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেরোইন পাচারের খবর পেয়ে র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুনকে হাতেনাতে গ্রেপ্তার করে।। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।