এক ক্যাচ ধরেই রেকর্ড গড়লেন আমির

ক্রীড়া ডেস্ক : মোহাম্মদ আমির নিজের টেস্ট ক্যারিয়ারের ২০তম টেস্ট খেলছেন। শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টের দ্বিতীয় দিনে একটি অসাধারণ ক্যাচ নেন তিনি। ড্যারেন ব্রাভোর ক্যাচটি দারুণ দক্ষতায় তালুবন্দি করেন।

আর সেই ক্যাচ নিয়েই গড়ে ফেললেন রেকর্ড। সবচেয়ে বেশি টেস্ট খেলে প্রথম ক্যাচ ধরার রেকর্ড গড়েছেন পাকিস্তানের তরুণ এই বোলার (২০ টেস্ট)।

এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ তালার। তিনি ১৮ টেস্ট খেলে প্রথম ক্যাচ নিয়েছিলেন। ১৬ টেস্ট খেলে প্রথম ক্যাচ ধরে তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা।

চলুন দেখে নিই প্রথম ক্যাচ ধরতে সবচেয়ে বেশি টেস্ট খেলা খেলোয়াড়দের তালিকা।

নাম টেস্ট
১. মোহাম্মদ আমির ২০
২. জিওফ তালার ১৮
৩. গ্লেন ম্যাকগ্রা ১৬
৪. মোহাম্মদ সামি ১৬
৫. জিওফ ডায়মক ১৫
৬. জিম হিগস ১৫
৭. ক্রেইগ ম্যাথুস ১৪
৮. কেনি বেনজামিন ১৩
৯. তুফতি ম্যান ১২
১০. জেরম টেলর ১২