
নিজস্ব প্রতিবেদক : শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সপ্তম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি থেকে তিনি এ কথা বলেন। জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল।
আ স ম জাফর ইকবাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি এক ঘোষণার মাধ্যমে বাংলাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা মতে সব শর্ত পূরণ করার পরও প্রায় ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়নি।
তিনি বলেন মরতে হয় মরবো, তবু দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
সংগঠনের মহাসচিব কামাল হোসেন বলেন, ২০১২ সালের ২৭ মে তারিখের পূর্বে যেসব বিদ্যালয়ের নিজ নামে জমি অধিগ্রহণ করা হয়, সেসব বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হবে। আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে এ বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার আনুরোধ জানান তিনি।
এদিকে আমরণ অনশনে আসা শিক্ষকরা দাবি করেন, প্রধানমন্ত্রীর মুখের সুনির্দিষ্ট বাণী না আসা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
এদিকে অনশনে এখন পর্যন্ত ১৯১ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ৩৫ জন শিক্ষক ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।