
সুনামগঞ্জের আলোচিত একটি মামলায় দিরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় এবং শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৬ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন এ আদেশ দেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূর হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমদ বাদী হয়ে প্রদীপ রায় ও নূর হোসেনসহ ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার আসামি ছিলেন তারা।
আইনজীবী নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল জানান, আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৮ জুলাই রাতে সিলেটের সুবিদবাজার লন্ডনী রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে প্রদীপ রায়কে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। এর আগে ১ জুলাই আদালতে আত্মসমর্পণ করেন নূর হোসেন। পরে আদালত তাকে কারাগারে পাঠান।