ক্রীড়া ডেস্ক : ১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ।
মিরপুরে কাল আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডেতে শততম জয় পেল টাইগাররা। ৩১৫ ওয়ানডের পর এল জয়ের সেঞ্চুরি।
বাংলাদেশ সবচেয়ে বেশি হারিয়েছে জিম্বাবুয়েকে। সবচেয়ে বেশি ম্যাচও জিম্বাবুইয়ানদের বিপক্ষে। ৬৭ ম্যাচে জয় ৩৯টিতে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের কার বিপক্ষে কয়টি জয়
প্রতিপক্ষ ম্যাচ জয় হার ফল হয়নি
আফগানিস্তান ৫ ৩ ২ ০
অস্ট্রেলিয়া ১৯ ১ ১৮ ০
বার্মুডা ২ ২ ০ ০
কানাডা ২ ১ ১ ০
ইংল্যান্ড ১৬ ৩ ১৩ ০
হংকং ১ ১ ০ ০
ভারত ৩২ ৫ ২৬ ১
আয়ারল্যান্ড ৭ ৫ ২ ০
কেনিয়া ১৪ ৮ ৬ ০
নেদারল্যান্ডস ২ ১ ১ ০
নিউজিল্যান্ড ২৫ ৮ ১৭ ০
পাকিস্তান ৩৫ ৪ ৩১ ০
স্কটল্যান্ড ৪ ৪ ০ ০
দ. আফ্রিকা ১৭ ৩ ১৪ ০
শ্রীলঙ্কা ৩৮ ৪ ৩৩ ১
আরব আমিরাত ১ ১ ০ ০
উইন্ডিজ ২৮ ৭ ১৯ ২
জিম্বাবুয়ে ৬৭ ৩৯ ২৮ ০