এক পদে আবেদন ১০ হাজার!

আন্তর্জাতিক ডেস্ক : চা পরিবেশন আর অতিথিদের অভ্যর্থনা জানানো প্রত্যেকের স্বপ্নের চাকরি হতে পারে না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য ঠিক এমনই একটি পদে চাকরির জন্য চীনের প্রায় ১০ হাজার ব্যক্তি আবেদন করেছেন।

সম্প্রতি চীনা ডেমোক্রেটিক লীগের রিসিপশনিস্ট পদের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন ৯ হাজার ৮৩৭ চাকরি প্রার্থী।

চীনের ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেমোক্রেটিক লীগ একটি। তাদের ক্ষমতা খুব সীমিত এবং তাদের মর্যাদপূর্ণ স্থানে খুব কমই দেখা গেছে। তাহলে কেন এত লোক রিসিপশনিস্ট পদের জন্য আবেদন করেছেন?

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রচুর চাকরিপ্রার্থী এবং চলমান দুর্নীতিবিরোধী অভিযানের কারণে সরকারি বিভাগগুলো চাকরিতে নিয়োগে ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে উচ্চ শিক্ষা ও  নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা চাওয়া হচ্ছে।

চীনের সিভিল সার্ভিসের মুখপাত্র লি জং দ্য পিপলস ডেইলিকে জানান, শিক্ষা, পেশাগত এবং কাজের দক্ষতার ক্ষেত্রে সীমিত শর্ত আরোপ করায় কিছু চাকরি অনেকের কাছে বেশ আকর্ষণীয়।

প্রতিবেদনে বলা হয়, স্নাতক সনদধারী যে কারো দু বছর ‘বাস্তব কাজের অভিজ্ঞতা’ থাকলে তিনি ডেমোক্রেটিক লীগের রিসিপশনিস্ট পদে আবেদন করতে পারবেন। তাই কারণেই এই পদের জন্য রেকর্ড সংখ্যক লোক আবেদন করেছে।

প্রসঙ্গত, চীনে বেকারত্বের হার ৪ শতাংশ। চলতি বছর দেশটির ১৪ লাখ প্রার্থী সরকারি চাকরির জন্য আবেদন করেছেন। সামগ্রিকভাবে প্রতিটি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪৯ দশমিক ৫ জন। ২০১৩ সালে দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগের চংকিং ও নানচুয়ান তদন্ত দলের সদস্য পদে ৯ হাজার ৪০০ জনের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।