
ক্রীড়া ডেস্ক : পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এক বছরে টেস্ট ক্রিকেটে হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন পাকিস্তানের ওপেনার আজহার আলী।
সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্ট ম্যাচে ৬৬ রানের ইনিংস খেলার পথে এলিট ক্লাবে প্রবেশ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। তার আগে এক বছরে এক হাজার রান করেছেন মহসিন খান, ইনজামাম উল-হক, মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খান। এদের মধ্যে মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খান দুবার করে এক বছরে এক হাজার রানের স্বাদ পেয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ১১ টেস্টে ২১ ইনিংসে ৫৬.৪৪ গড়ে ১০১৬ রান করেছেন আজহার আলী। সর্বোচ্চ রান ৩০২ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
চলতি বছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় প্রথম তিনটি স্থান দখল করে রেখেছেন ইংলিশ ক্রিকেটাররা। সর্বোচ্চ ১৪৭৭ রান করেছেন জো রুট। ১৭ টেস্টে ৩২ ইনিংসে ৪৯.২৩ গড়ে এ রান করেছেন রুট। ৭ রান কম করেছেন জনিবেয়ারস্ট্রো। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক করেছেন ১২৭০ রান। এরপরই আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (১২১৫) ও ইংল্যান্ডের মঈন আলী (১০৭৮)।
ষষ্ঠ ক্রিকেটার হিসেবে বছরের শেষ প্রান্তে আজহার আলী হাজারি ক্লাবে প্রবেশ করলেন। এ তালিকায় ঢোকার অপেক্ষায় আছেন স্টিভেন স্মিথ। ১১ টেস্টে ১৭ ইনিংসে স্মিথের ব্যাট থেকে এসেছে ৯১৪ রান। বক্সিং ডে টেস্টে দুই ইনিংসে ৮৬ রান করলেই স্মিথ দ্বিতীয়বারের মত এক বছরে হাজারি ক্লাবে ঠাঁই পাবেন।