আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, পৌরসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) বিজয়ী হলে আগামী এক বছরে দিল্লি হবে লন্ডনের মতো শহর।
এপ্রিল মাসে দিল্লি পৌর নির্বাচন হবে। এ নির্বাচনে দলকে জেতাতে ভোটের ময়দানে রয়েছেন দিল্লির বিধানসভায় ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
উত্তম নগরে রোববার এক জনসভায় কেজরিওয়াল ওয়াদা করেন, নির্বাচনে এএপি জিতলে নগর প্রশাসনকে ঢেলে সাজাবেন তিনি এবং এই প্রশাসন এক বছরের মধ্যে দিল্লিকে লন্ডনের মতো শহর বানাবে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
কেজরিওয়ালের এই প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ এ কারণে যে, তার মতো এত চটকদার ওয়াদা কেউ করতে পারেননি। বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
কেন্দ্র সরকারে বিজেপি থাকলেও তাদের নাকের ডগায় দিল্লি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় এএপি। এ ছাড়া কেজরিওয়াল ক্ষমতায় আসার আগে টানা তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস নেতা। কিন্তু সব বাধা টপকে নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে বিজয় নিশ্চিত করেন কেজরিওয়াল।