এক বছর ধরে অফিসের সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল

একটি উৎপাদনমুখী কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা ছিলেন নজরুল ইসলাম। প্রায় এক বছর আগে তার চাকরি চলে যায়। ওই চাকরি ফিরে পাওয়ার আশায় প্রতিদিন কারখানার গেটের সামনে অবস্থান করেন তিনি।

ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সফিপুর পশ্চিমপাড়া এলাকায়।

পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন নজরুল ইসলাম। তাই ওই চাকরি ফেরত পাওয়ার আশায় এক বছর ধরে কারখানার গেটে অবস্থান করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার সামনে অপেক্ষা করলেও কাজের নিশ্চয়তা পাননি তিনি।

চাকরিপ্রত্যাশী নজরুল ইসলাম (৫৫) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সুরিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

এলাকাবাসী ও কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, ময়মনসিংহের বাসিন্দা নজরুল ইসলাম কাজের সন্ধানে প্রায় এক বছর আগে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সফিপুরে আসেন। রঙ্গারটেক এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকেন। সেখানে ভাড়া থেকে সফিপুর পশ্চিমপাড়া এলাকার মাহমুদ ডেনিম কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে কারখানায় ঝামেলা সৃষ্টি হলে অনেক শ্রমিকের সঙ্গে নজরুল ইসলামেরও চাকরি চলে যায়।

বারবার কারখানায় যোগাযোগ করলেও তাকে আর চাকরিতে ফেরত নেওয়া হয়নি।

এর পর থেকেই তিনি চাকরি ফিরে পেতে অভিনব এক কৌশল নেন। প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে কারখানার সামনে একটি আমগাছের নিচে দাঁড়িয়ে থাকেন। দুপুরে এক ঘণ্টার জন্য বাড়িতে যান। দুপুরের খাবার খেয়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।

কারখানা যখন ছুটি হয় তখন তাদের সঙ্গে আবার বাড়িতে ফিরে যান। ওই এলাকার লোকজন তাকে প্রতিদিন দেখলেও তারা বুঝতে পারেননি কী ঘটনা। পরে তার সঙ্গে কথা বলে জানা যায় ওই ঘটনা।

নজরুল ইসলাম বলেন, মাহমুদ ডেনিম কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা হিসেবে কাজ করতাম আমি। এক বছর আগে বিনা কারণে আমাকে কারখানায় যেতে দিচ্ছে না। আমার চাকরিও যায়নি। কেন আমাকে তারা কারখানায় যেতে দিচ্ছে না। তার প্রতিবাদে আমি অবস্থান ধর্মঘট পালন করছি। যত দিন চাকরিতে যোগ দিতে দেবে না তত দিন এভাবেই প্রতিবাদ জানিয়ে যাব।

কারখানার এক কর্মকর্তা বলেন, শ্রমিকদের আন্দোলনে কারখানা এক বছর আগে বন্ধ হয়ে যায়। তখন ওই নজরুল ইসলাম রিজাইন দেননি, পাওনা টাকাও নেননি। তাকে টাকা নিতে বলা হলেও তিনি তা না নিয়ে গেটে এসে বসে থাকেন।