নিজস্ব প্রতিবেদক : কাশিমপুর কারাগারের চারপাশে প্রায় এক বর্গকিলোমিটার এলাকা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রাত ৮টা ৫০ মিনিটের পর সেখানে নিরাপত্তা আরো জোরদার করা হয়।
জেলা পুলিশের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে সাংবাদিকদেরও থাকতে দেওয়া হচ্ছে না।
গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন-অর-রশীদ জানান, কারাগারে এমনিতেই নিরাপত্তা থাকে। কিন্তু আজ ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কারাগারের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য নিয়োজিত আছেন বলে জানান গাজীপুরের পুলিশ সুপার।