বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : নতুন বছরে এমএসআই ব্র্যান্ডের নির্দিষ্ট একটি গেমিং মাদারবোর্ডের সঙ্গে একটি গেমিং মাউস এবং আরো একটি মগ উপহার দিচ্ছে দেশের অন্যতম প্রযুক্তি পণ্য-সেবা পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
স্টক থাকা পর্যন্ত দেশের যেকোনো প্রযুক্তি বাজার থেকে এই সুবিধা মিলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এমএসআই ব্র্যান্ডের ‘জেড১৭০এ ক্রেইট গেমিং ৩এক্স’ মডেলের এই মাদারবোর্ডটি ইন্টেল ১১৫১ সকেটের ষষ্ঠ প্রজন্মের কোর, পেন্টিয়াম এমনকি সেলেরন প্রসেসরও ব্যবহার উপযোগী। মাদারবোর্ডটি ডিডিআর-৪ মেমোরি সমর্থন করে।
দ্বিতীয় প্রজন্মের ইউএসবি ৩.১ পোর্ট যুক্ত থাকায় তা ৩.০ কানেক্টিভিটির তুলনায় দ্বিগুণ পারফরম্যান্স দেবে। মেলেটারি ক্লাস ৫ ঘরনার এই মাদারবোর্ডটিতে অনভিপ্রেত যান্ত্রিক ক্রটি বাতলে দিতে রয়েছে ইজেড ডিবাগ এলইডি বাতি। মাদারবোর্ডটির দাম ১৬ হাজার টাকা। আরো জানতে ভিজিট: www.computersourcebd.com।