নির্বাচনী পরিবেশ নিয়ে ন্যারেটিভ তৈরির হলেও সুনির্দিষ্ট অভিযোগ নেই রাজনৈতিক দলগুলোর। কাজ করে যাচ্ছে কমিশন, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ— এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ থাকাকালীন এক মাসের মধ্যে সম্প্রচার এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ গঠনের চেষ্টা চলছে।
ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। যে যুক্তিতে মোস্তাফিজুরকে বাদ দেয়া হয়েছে, তার কোন ভিত্তি নেই। সেক্ষেত্রে, আমাদেরকেও প্রতিক্রিয়া দেখাতে হবে।
এসময় আইনি দিক বিবেচনা করে ক্রিকেটার মোস্তাফিজ এবং আইপিএল সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।


