এক মাস পর আগামীকাল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

করোনার কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

এদিকে, চার মাস পিছিয়ে আগামী জুনে নেওয়া হবে এসএসসি ও সমমান পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে আগস্টে।

করোনার কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। সশরীরে শ্রেণিকক্ষে নেওয়া হবে ক্লাস। ১২ বছরের ঊর্ধ্বে যেসব শিক্ষার্থী করোনা টিকা নিয়েছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে।

এর আগে ওমিক্রনের প্রভাবে গত ২১ জানুয়ারি স্কুল-কলেজ বন্ধ করা হয়। এ ছাড়া প্রথম ধাপে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় বছর বন্ধ থাকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।