এক যুবককে হত্যা করে ট্রেনের নিচে ফেলার অভিযোগ

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক যুবককে হত্যা করে ট্রেনের নিচে ফেলার অভিযোগ উঠেছে।

নিহত ওমর ফারুক (২৬) সদর দক্ষিণ উপজেলার চেঙ্গাহাটা গ্রামের ডা. আবদুল হালিমের ছেলে। রোববার নিহতের স্বজনরা এ অভিযোগ করেছেন।

নিহতের ভাই মাহমুদুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় পাশের বারাইপুর গ্রামের নিজাম উদ্দিনের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয় ফারুক। শনিবার সকালে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফোনে জানায়- ফারুক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর রেলক্রসিং থেকে ফারুকের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, লাশ সাত/আট টুকরো হয়ে গেছে এবং তা রেল লাইনের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। লাশের কাটা দেখে তা ট্রেনেকাটা মনে হয়নি। তার জুতা জোড়া এক সঙ্গে পাওয়া গেছে।

মাহমুদুল হাসান বলেন, ‘নিজাম উদ্দিন সহপাঠী ফারুকের মৃত্যুর খবর আমাদের জানায়নি। শনিবার নিজামের কাছে ফারুকের বিষয়ে জানতে চাইলে সে জানায়- তারা হরিশ্চর রেল ক্রসিংয়ের কাছে রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়ায়। এ সময় ফারুক তাকে দাঁড়াতে বলে রেল লাইন ধরে উত্তর দিকে চলে যায়। আধা ঘণ্টায়ও ফারুক ফিরে না আসায় ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে নিজাম মোটরসাইকেল নিয়ে চলে আসে।’

তার ভাইকে হত্যা করে লাশ রেল লাইনে ফেলা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মাহমুদুল হাসান। তিনি তার ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করেছেন। ভাইকে হত্যার বিষয়ে এক-দুই দিনের মধ্যে থানায় মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, লাশ লাকসাম রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে কুমিল্লায় মর্গে পাঠিয়েছে। তিনি মর্গে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ফারুককে হত্যা করা হয়েছে, না ট্রেনে কাটা পড়েছে- তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলতে পারবেন।