এক লোককে গাড়ির সামনে বেঁধে চালানো হচ্ছে গাড়িটি; কিন্তু কেন? (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক :এক লোককে গাড়ির সামনে বেঁধে চালানো হচ্ছে গাড়িটি। কিন্তু কেন?

প্রসঙ্গ ভারতশাসিত কাশ্মীরের। সেখানে বিক্ষোভ ও রাজনৈতিক সহিংসতা অব্যাহতভাবে চলছে। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে আন্দোলনকারীদের সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে।

এ পরিস্থিতিতে উভয় পক্ষই মানবাধিকার লঙ্ঘন করে নিজ নিজ পক্ষে অনড় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে গাড়ির সামনে বেঁধে গাড়িটি চালানো হচ্ছে। উদ্দেশ্য হলো, তাকে মানবঢাল হিসেবে ব্যবহার করা।

ভারতীয় বাহিনীর হামলা এড়াতে লোকটিকে এভাবে বেঁধে গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। এই ভিডিওর বিপরীতে দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বর্বর হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা। ফাঁকা পেলে তাদের যাচ্ছেতাইভাবে নির্যাতন করছে।

পক্ষে-বিপক্ষের নির্যাতনের ভিডিওগুলো ইউটিউবসহ আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে।

ভিডিও :

https://youtu.be/GA76_HZBdIs