এখনো অবহেলিত সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানী

বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জীবন ও নেতৃত্ব ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পূর্ণতা পায় না। অথচ স্বাধীনতার ৫৫ বছর পরও এই মহান সমরনায়কের অবদান রাষ্ট্রীয়ভাবে যথাযথভাবে মূল্যায়ন হয়নি। যদিও সমাজে অনেকটা মূল্যায়িত হচ্ছে। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেটের বালাগঞ্জ উপজেলার দয়ামীরে জন্ম নেন।

বঙ্গবীর ওসমানীর ভাতিজা লন্ডন প্রবাসী টিটু ওসমানী যুগান্তরকে জানান, ‘ওসমানী’ মূলত নাম নয়, বংশ পদবি। আমার চাচা এমএজি ওসমানীর পুরো নাম আতাউল গণি ওসমানী। ডাক নাম আতা। হজরত শাহজালাল (র.)-এর ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত শাহ নিজাম উদ্দিন ওসমানীর উত্তরসূরি-সিলসিলা হিসাবে আমরা ‘ওসমানী’ পদবি ব্যবহার করে আসছি। আমাদের পূর্বসূরিরা গৌড় শাসনের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন।

বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার পর আমার চাচা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। অথচ তার নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জন্ম নেওয়া বাংলাদেশ নামের রাষ্ট্র তাকেই ভুলে আছে প্রায় ৫৫ বছর ধরে। এখনও রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না জন্ম-মৃত্যুবার্ষিকী। এটা শুধু আমাদের পরিবারকে নয়, গোটা সিলেটবাসী তথা গোটা দেশের সব মহলকে ভয়াবহ রকমের পীড়া দেয়।

ইতিহাস বলে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ভূমিকার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায় হলো হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে করা ঐতিহাসিক বৈঠক। এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম আনুষ্ঠানিক সামরিক সভা। ভারতীয় সীমান্তসংলগ্ন চা বাগানে অনুষ্ঠিত ওই বৈঠকেই গড়ে ওঠে স্বাধীনতার যুদ্ধের প্রাথমিক কাঠামো, নকশা তৈরি, মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর নকশা।

১৯৭১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত ওই সভায় ভারতীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ২৭ জন বাঙালি সামরিক কর্মকর্তা। এর মধ্যে ছিলেন মেজর কাজী মুহাম্মদ শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ, মেজর জিয়াউর রহমান, মেজর শাফায়াত জামিল, মেজর চিত্তরঞ্জন দত্তসহ তৎকালীন শীর্ষ সামরিক নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিরাও।

ওই বৈঠকে কর্নেল ওসমানীর নেতৃত্বে মুক্তিযুদ্ধকে সংগঠিত ও কাঠামোবদ্ধ করার দিকনির্দেশনা নির্ধারিত হয়। তেলিয়াপাড়া বৈঠকই প্রমাণ করে, ওসমানী শুধু প্রতীকী ছিলেন না, বরং মুক্তিযুদ্ধের কৌশলগত ও সাংগঠনিক স্থপতি। এর প্রেক্ষাপটেই পরে মুক্তিযুদ্ধের সামরিক সাফল্যের ভিত্তি রচনা হয় এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়।

ইতিহাসবিদ ও বিশ্লেষকদের মতে, মুক্তিযুদ্ধে বিজয় ও স্বাধীনতা অর্জনের লড়াইয়ে এমএজি ওসমানীকে সর্বসম্মতিক্রমে মুক্তিবাহিনীর প্রধান ও বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে দায়িত্ব প্রদান ইতিবাচক সিদ্ধান্ত ছিল। একইসঙ্গে রাজনৈতিক সরকার গঠনের লক্ষ্যে জাতীয় নেতাদের সঙ্গে যোগাযোগের দায়িত্বও তার ওপর অর্পণ করায় তিনি মুক্তিযুদ্ধ পরিচালনার সার্বিক দায়িত্বপ্রাপ্ত হন।

কারণ ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতায় একজন দক্ষ, বাস্তববাদী ও দূরদর্শী সেনানায়ক হিসাবে নিজেকে গড়ে তুলেছিলেন জেনারেল ওসমানী। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি পূর্ব বাংলার প্রতি বৈষম্য, বঞ্চনা ও অবমাননায় গভীরভাবে ব্যথিত ছিলেন। এটা ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার নৈতিক প্রেরণা জোগায়।

অথচ স্বাধীনতার পর রাষ্ট্রগঠনের প্রক্রিয়ায় তার এই ঐতিহাসিক ভূমিকা ধীরে ধীরে আড়ালে পড়ে যায়। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা যথাযথভাবে কাজে লাগানো হয়নি। সেনাবাহিনীর পুনর্গঠন ও জাতীয় স্মৃতিচর্চায় তাকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়। ব্যক্তিগতভাবে অত্যন্ত সংযমী ও নির্লোভ এই সমরনায়ক অনেকটা সরিয়ে নেন নিজেকেও। কোনো পদ-পদবি বা সুবিধার দাবি না করেই নীরবে নিভৃতে জীবনযাপন করতে থাকেন। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করলেও আজ পর্যন্ত তার নামে পূর্ণাঙ্গ সামরিক গবেষণা প্রতিষ্ঠান, জাতীয় আর্কাইভ বা শ্রদ্ধা-স্মরণচর্চা নেই খোদ রাষ্ট্রের।

উলটো তার ‘বঙ্গবীর’ উপাধিও ছিনতাইয়ের চেষ্টা চলছে। এমনকি পূর্ণাঙ্গ জীবনীও প্রকাশ করা হয়নি। তার জন্ম মাটিতে ২০০৮ সালে সরকারি উদ্যোগে ওসমানী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ হলেও রহস্যজনক কারণে আজ অবধি চালু হয়নি।

সমালোচকরা বলছেন, এই অবহেলা কেবল একজন মহান মানুষের প্রতি নয়, এটি মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও বিজয়ের ইতিহাসের প্রতিও অবহেলা। কারণ তেলিয়াপাড়া বৈঠক ও বঙ্গবীর ওসমানীর নেতৃত্ব ছাড়া স্বাধীনতা যুদ্ধের সূচনা কল্পনাই করা যায় না। ইতিহাস আজও প্রশ্ন তোলে, যিনি প্রথম আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব গ্রহণ করেছিলেন, যিনি যুদ্ধের কাঠামো নির্মাণ করেছিলেন, সেই বঙ্গবীর ওসমানী আর কতকাল রাষ্ট্র ও সমাজের স্মৃতিতে অবহেলিত থাকবেন?