ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২৪-এর ৫ আগস্টের পর মনে করেছিলাম এ দেশে কোনো দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না; কিন্তু কোনো কোনো ব্যক্তি বা দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি। আমরা কোনো ব্যক্তি বা দলের বিপক্ষে নই; কিন্তু যারা সন্ত্রাসবাদ করে, পাথর মেরে মানুষ হত্যা করে, নমিনেশন না পেয়ে নিজেদের কর্মীদের হত্যা করে এবং চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে- এই প্রজন্ম তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীনের সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি আরও বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা রক্তের বদলা নিতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। এই বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একটি দেশে পরিণত করা সম্ভব।
তিনি আরও বলেন, স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সাম্য প্রতিষ্ঠা করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার পর শেখ মুজিব বাকশাল কায়েম করে বাংলাদেশে একনায়কতন্ত্র স্বৈরাচার কায়েম করেছিল, তিনি রক্ষীবাহিনী গঠন করেছিলেন, যারা রাজনৈতিক দল বাকশালের বিরোধিতা করত, সেসব শত শত, হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছিলেন সেই শেখ মুজিব।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সর্বপ্রথম আমাদের দেশকে আধিপত্যবাদীদের কাছে নতজানু করে রাখার জন্য আমার দেশের সবচেয়ে সেরা সেনা অফিসারদের নির্মমভাবে হত্যা করেছে। এ দেশের আলেম-ওলামারা যুগে যুগে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এজন্য শাপলা চত্বরে নির্মমভাবে আমার দেশের আলেম-ওলামা, যারা রাত্রিকালে তাহাজ্জুদে নিমগ্ন ছিল, যারা জিকিরে নিমগ্ন ছিল, আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল, তাদের নির্মমভাবে হাসিনা হত্যা করেছে।
সাবেক সচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীন, চাকসুর ভিপি ইবরাহীম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মুহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর শিবিরের উত্তরের সভাপতি তানজিম হোসেন জুয়েল, শিবিরের কেন্দ্রীয় সহকারী দাওয়া সম্পাদক শহীদুল ইসলাম শাফি, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বারসহ বিভিন্ন নেতারা।


