এখনো গ্ল্যামারাস, এখনো সেক্সি ব্রিটনি

ছোটকালে নাচ শিখতেন ব্রিটনি। এ কথা অনেকেই জানেন না যে দারুণ জিমন্যাস্ট ছিলেন তিনি। তবে সবকিছুর মাঝে গান গাইতে দারুণ ভালোবাসতেন। অবশেষে পৃথিবীবাসীর কাছে ব্রিটনি স্পিয়ার্স হয়ে ওঠেন পপ তারকা। দারুণ জনপ্রিয় এই সুন্দরী অনেক নেতিবাচক বিষয় নিয়ে খবরেরও শিরোনাম হয়েছেন। ১৯৯৯ সালে তার ‘বেবি ওয়ান মোর টাইম’ অ্যালবামটি বাজারে আসে। ‘বেবি’ অ্যালবামটি বিক্রি হয় ১৮ মিলিয়ন কপি। তখন থেকেই তিনি আন্তর্জাতিক তারকা বনে যান। সুন্দরী ও লাস্যময়ী ব্রিটনির সাম্প্রতিক কিছু ছবি দেখে নিন। এখনো তিনি গ্ল্যামার কুইন, সেক্সি। সূত্র: ইন্টারনেট