এখনো সন্ধান মেলেনি চিকিৎসকের নিখোঁজ মেয়ের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের কড়াই তলা খালে স্পিড বোট ডুবির ঘটনায় চিকিৎসকের নিখোঁজ মেয়ে সাহেরী আক্তারের (১৩) এখনো সন্ধান মেলেনি।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় দফায় ওই খালের প্রায় ১০ কিলোমিটার জুড়ে তল্লাসি চালিয়েও তার জীবিত কিংবা মৃতদেহ উদ্ধার করা যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের নৌ বিভাগের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, খালটির গভীরতা ২০ থেকে ৩০ ফুট। সাধারণত এ অবস্থাতে উদ্ধার সম্ভব। কিন্তু স্রোত বেশী থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

তিনি আরো জানান, ইতোমধ্যে খালের ১০ কিলোমিটার জুড়ে ব্যাপক তল্লাসি চালানো হয়েছে। আমাদের ৪/৫ জন ডুবুরি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সঙ্গে জাল টানা হচ্ছে এবং সকাল ১০ টার পর থেকে এই উদ্ধার অভিযানের সঙ্গে বিআইডব্লিউটিএর ডুবুরি দল অংশ নিয়েছে।

এর আগে শুক্রবার রাত ৯ টা থেকে ২ টা পর্যন্ত প্রথম দফায় উদ্ধার অভিযান চালানো হয়েছে।

বরিশাল বন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, লাশ ভেসে উঠেছে এমন গুজবের খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল তদন্ত করেছিল। কিন্তু সত্যতা পাওয়া যায়নি।

এদিকে আজ দুপুর ১২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে ওই দুর্ঘটনায় নিহত নেশপাতি বেগমের (৩০) লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে।

এরপর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।পরে তার লাশ সেখানকার মরচুয়ারিতে সংরক্ষণে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের প্রাক্তন পরিচালক ও জেলা স্বাচিপের সভাপতি ডা. মু. কামরুল হাসান সেলিম।

অপরদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন আছেন আহত ডা. গোলাম সরোয়ার জাহান।

এ ছাড়া নগরীর বেসরকারি আরিফ মোমরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অপর আহত চিকিৎসক ডা. প্রদীপ কুমার বনিক। তারা উভয়ে শংকামুক্ত বলে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার ভোলা থেকে একটি স্পিড বোটে বরিশালের উদ্দেশে রওনা হন রাজধানী ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. গোলাম সরোয়ার জাহান, তার স্ত্রী নেশপাতি বেগম, মেয়ে সাহেরী আক্তার ও ভাগিনা খোকন এবং ডা. প্রদীপ কুমার বনিক।

রাত ৮ টার দিকে বরিশালের কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদীর সংযোগের কড়াই তলা খালের সাহেবের হাট নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি স্পিড বোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রবাহী স্পিড বোটটি উল্টে যায়। এতে তিনজন আহত হন এবং মা ও মেয়ে নিখোঁজ থাকেন। রাত ৯ টার দিকে নেশপাতি বেগমের লাশ উদ্ধার করে ডুবুরি দল। তবে এখনো নিখোঁজ রয়েছেন মেয়ে। নেশপাতি বেগমের বাবার বাড়ি ভোলায়।

অন্যদিকে ভোলাতেই তার স্বামী ডা. গোলাম সরোয়ার জাহানের প্রাইভেট চেম্বার। শ্বশুর বাড়ি বেড়ানোর পর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বারে কাজ শেষে বরিশাল হয়ে ঢাকায় পরিবার পরিজন নিয়ে যাওয়ার কথা ছিল চিকিৎসকের।