এখন থেকে অনলাইনে মিলবে মান সনদ

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল পদ্ধতিতে বিএসটিআইর সনদ প্রদানের জন্য প্রতিষ্ঠানটির সার্টিফিকেশন মার্কস বা সিএম অটোমেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএসটিআইর এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সিএম অটোমেশন কার্যক্রমের উদ্বোধনের ফলে এখন থেকে অনলাইনেই বিএসটিআইর মান সনদ পাওয়া যাবে। এতে খরচ ও সময় সাশ্রয় হবে।

বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় বিএসটিআইয়ে বাস্তবায়িত স্বয়ংক্রিয় মান সনদ বা সিএম অটোমেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বিএসটিআইর মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জ্যেষ্ঠ শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিশ্বব্যাংকের বাণিজ্য ও সক্ষমতা বিষয়ক ঊর্ধ্বতন অর্থনীতিবিদ এম. মাসরুর রিয়াজ, সিনহা বাংলাদেশ ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ মতিন ও বিএসটিআইর পরিচালক (সিএম) রেজাউল করিম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিএসটিআইর মান সনদ পেতে আগ্রহী উদ্যোক্তা বা ভোক্তা সাধারণ অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি এবং মার্কিং ফি ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করার সঙ্গে সঙ্গে আবেদনকারীর কাছে ই-মেইলে মান সনদ পৌঁছে যাবে এবং আবেদনকারী মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে একটি পাসওয়ার্ড পাবেন। প্রাপ্ত পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনকারী ই-মেইল থেকে সার্টিফিকেট ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। এ ছাড়া কোনো পণ্য বিএসটিআইর সনদপ্রাপ্ত কি না তাও বিএসটিআইর ওয়েবসাইট থেকে যাচাই করা যাবে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বিশ্বের দরবারে বাঙালি জাতিকে শিল্পসমৃদ্ধ জাতি হিসেবে পরিচয় করিয়ে দেওয়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। এ লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে। এ দেশে নির্মিত জাহাজ ইউরোপে রপ্তানি হচ্ছে। পাশাপাশি আমেরিকাসহ বিশ্বের প্রায় ১০০টি দেশের বাজারে বাংলাদেশি ওষুধ বিক্রি হচ্ছে। প্লাস্টিক ও সিরামিক পণ্য রপ্তানিতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।